ছবিতে: বাংলাদেশের জাতীয় পতাকা।
ক্ষমতা দখলে বা ক্ষমতায় যাওয়ার জন্য গুজব তৈরি করা ইতিহাসে নতুন নয় । সেই 'অন্ধকূপ' হত্যার গুজব থেকে শুরু করে বর্তমানে ব্যপকভাবে গুজব তৈরি এবং ফেলানো হচ্ছে। বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে নানা গুঞ্জন। রাজনৈতিক গুজবের অধিকাংশ আসছে রাজনৈতিক দলের মিডিয়া সেগুলো থেকে। এবং তাদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এর বিভিন্ন গ্রুপ থেকে। নানা কৌশল অবলম্বন করে ছড়ানো হচ্ছে আত্মঘাতী গুজব। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ গুজব ছড়াচ্ছে জুলাই আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাছাড়া বিএনপি মিডিয়া সেল থেকে ও অনেক গুজব ছড়ানো হয়েছে এবং হচ্ছে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ফেসবুক গ্রুপ এবং পেইজ 'বাশের কেল্লা' থেকেও বেশ কিছু গুজবের সন্ধান পাওয়া যায়। সর্বপরি বলা যায় প্রায় বাংলাদেশ সকল রাজনৈতিক দল গুজবে জর্জরিত।