দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং অধিক জনসংখ্যার দেশ ভারত। আর তাদের অর্থনীতি ও দক্ষিণ এশিয়া সহ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান উন্নয়নশীল অর্থনীতি বলা হয়ে থাকে। কিন্তু ভারতীয় অর্থনীতি যে কতটা দুর্বল তা বর্তমান সময়ের রুপির(ভারতীয় মুদ্রা) পতনের মধ্য দিয়েই বোঝা যায়। ভারতীয় রুপির ভয়াবহ পতনের পর বর্তমান প্রতি এক ডলার কিনতে হচ্ছে ৯০ ভারতীয় রুপি দিয়ে। তার পাশাপাশি ভারতীয় মুদ্রার সাথে বাংলাদেশী মুদ্রার দামের পার্থক্য ও কমেছে। ভারতীয় রূপির এই পতনের কারণে অর্থনীতিতে ভালো প্রভাব আসবে বলে জনগণকে আশ্বাস দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু পাশাপাশি বেশ কিছু সাংবাদিক, এক্টিভিস্ট এই বিষয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে রূপির এই পতনের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গিয়েছে ভারতীয় অর্থনীতি কতটা দুর্বল। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের আমদানি র পরিমাণ ছিল প্রায় ৮৬০ বিলিয়ন ডলার। যদিও তাদের অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী একই বছর তারা রপ্তানি করে ৮২৪-২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি।
কিন্তু এই তথ্য যে কতটা ভুল তা পরিষ্কার করে ভারতীয় রুপির পতনের মধ্য দিয়ে। ইণ্ডিয়ার রপ্তানির প্রথম সারিতে রয়েছে পরিশোধিত তেল, ঔষধ, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি। এর মধ্যে কাঁচা তেল (Crude oil) যার পুরোটাই আমদানি করা হয় রাশিয়া এবং আরব দেশগুলো থেকে কাঁচা তেল হিসেবে। পরে তা পরিশোধিত করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইণ্ডিয়ার রপ্তানির অধিকাংশই এই কাঁচা তেল।