ছবিতে: শি জিনপিং (President of China)
কোয়ান্টাম বিশ্বে চীনের উদ্ভাবন পারমাণবিক কোয়ান্টাম কম্পিউটার বিক্রি শুরু করলো চীন।
প্রযুক্তি খাতে চীনের ব্যপক উদ্ভাবনের পর চীন তাদের তৈরি কোয়ান্টাম কম্পিউটার বিক্রি শুরু করেছে। তাদের এই কোয়ান্টাম কম্পিউটারের দাম হান ওয়ান ওয়ান(HUNYUAN 1)। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিংকে গবেষণা থেকে বাস্তব জীবনে নিয়ে এসেছে। তাদের এই কম্পিউটার রুম ট্যম্পারেচার নিউট্রাল অ্যাটম টেকনোলজির ব্যবহার করে। যা কোয়ান্টাম কম্পিউটিংকে আরও সহজলভ্য করেছে বলে বলছেন বিশ্লেষকরা।