ব্লগারে পোস্ট ইনডেক্স (Index) হচ্ছে না। আপনাদের মধ্যে যারা ব্লগার ব্যবহার করেন তাদের সবথেকে বড় সমস্যা হলো ব্লগ বা পোস্টগুলো গুগলে ইনডেক্স না হওয়া। বেশ কিছু কারণ আছে যার কারণে ব্লগারে আপনার আর্টিকেলটি ইনডেক্স হচ্ছে না। কি কি কারণে ব্লগারে পোস্ট ইনডেক্স না হতে পারে তা নিচে দেওয়া হলো।
১. কপি করা পোস্ট
আপনি যদি ইন্টারনেটের কোনো ওয়েবসাইট বা অন্যান্য মাধ্যম থেকে ব্লগ কপি করে সেটা আপনার ব্লগার ওয়েবসাইটে পোস্ট করেন। তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তা গুগলে ইনডেক্স হবে না।
২. একই রকম ব্লগ পূর্বে লিখেছে
এবং তার ব্লগ গুগলে ইনডেক্স আছে এবং তার ব্লগের সাথে আপনার ব্লগের মিল থাকার কারণে আপনার ব্লগটি গুগল তার সার্চ রেজাল্টে না দেখাতে পারে।
৩. টাইটেল অন্য বিষয় এবং লেখা ভিন্ন বিষয়ে
দর্শক আকর্ষণের জন্য টাইটেল তৈরি করলে যেই টাইটেলের সাথে আপনার ব্লগের কোন মিল নেই এমনটা হলে গুগল আপনার ব্লগ ইনডেক্স করবে না।
এই সমস্ত বিষয় খেয়াল রেখে ব্লগ লিখলে আপনার আর্টিকেলটি ইনডেক্স হবে বলে আশা করা যায়।