ছবি: gamitisa.com ওয়েবসাইট থেকে তৈরি।
আপনি যদি আপনার ওয়েবসাইট বা অন্য কোন কারণে বাংলা অক্ষর বা টেক্সট দিয়ে লোগো তৈরি করতে চান তাহলে ব্লগটি আপনার জন্য।
যে ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে বাংলায় লোগো তৈরি করতে পারবেন।
Gumitisa.com
এখান থেকে আপনি বিনামূল্যে বাংলা টেক্সট এর লোগো তৈরি করতে পারেন। লোগো তৈরি করার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর কী টেক্সট নিয়ে লোগো তৈরি করতে চান তা লিখতে হবে। উদাহরণ স্বরূপ আমি উপরের 'বাংলা লোগো ' লিখেছিলাম। তারপর আপনার ঐই লোগোর জন্য নির্দিষ্ট ফ্রন্ট বাছাই করতে হবে। সেখান বেশ কিছু স্টাইল আছে বিশেষ করে ক্লাসিক স্টাইল,হরর স্টাইল এই স্টাইল বাছাই করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করে অতি সহজেই আপনার কাঙ্খিত লোগোটি পেতে পারেন।