বর্তমান সময়ে ফেসবুকে অটো ফলোয়িং সমস্যা ভালোভাবে দেখা দিচ্ছে। আপনার ফেসবুক একাউন্টে যদি এই ধরণের সমস্যা দেখা দেয় তাহলে আপনার কি করা উচিত?
প্রথমত অটো ফলোয়িং সমস্যা সমাধানের আপনাকে আপনার ফেসবুক App এ ঢুকতে হবে । এবং ডানপাশের Three Dot icon এ ক্লিক করতে হবে। একটু নিচের দিকে Scroll করার পর Help and Support নামের একটা Option দেখবেন। সেখানে ক্লিক করে Report a Problem এ ট্যাপ করবেন। তখন আপনাকে আপনার মোবাইল Shake করতে বলবে বা ফোনটি আপনি হালকা উপর নিচে নাড়াচাড়া করবেন। এখানে আপনার সমস্যা ফেসবুক অটো ডিটেক্ট করতে পারবে।
কিন্তু যদি ফেসবুক আপনার সমস্যা ডিটেক্ট করতে না পারে তাহলে আপনাকে আপনার প্রোফাইল থেকে Auto ফলো হওয়া ফেসবুক একাউন্ট Manually Unfollow করতে হবে।
