ছবিতে: আরাকান আর্মির পতাকা।
বিজিবির (BGB) সাথে আরসার কোনো সম্পর্ক নেই এমন স্টেটমেন্টে প্রকাশ করেছে আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (ARSA)। আরাকান আর্মি সাম্প্রতিক সময়ে আরসার সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর সম্পর্ক আছে বলে অভিযোগ করে। তার প্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করে আরসা। উক্ত বিবৃতিতে বিজিবির সাথে আরসার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট বলে দেওয়া হয়। উক্ত বিবৃতিতে আরসার উপর আনা আরাকান আর্মির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া বলে অভিযোগ অস্বীকার করা হয়।