সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How to get free internet? কিভাবে বিনামূল্যে ইন্টারনেট পাবেন?

 























আপনি হয়তো ইন্টারনেট ডাটা কিনতে কিনতে প্রচুর টাকা ফুরিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এ কারণে ভাবছেন যে কিভাবে কম খরচে ইন্টারনেট ব্যবহার করা যায় বা বিনামূল্যে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। 

আপনার মনের ভিতর থাকা এই সমস্ত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই পোস্টে।

আমি কি ফিরিতে ইন্টারনেট ব্যবহার করতে পারি?

অনেক মনে করেন যে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যায় না। কিন্তু বাস্তবে তা পুরোপুরি সত্য নয়। আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

আপনি যদি কোনো মোবাইল ডেটা ছাড়াই ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। এর সুযোগ ফেসবুক নিজেই করে দিচ্ছে। 

এই সুবিধাটি নেওয়ার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনার মোবাইল ডেটা শেষ হওয়ার পর আপনাকে মোবাইল ডেটা চালু রেখেই ফেসবুক App  প্রবেশ করতে হবে এবং ফেসবুকে বেসিক মোড চালু হয়ে যাবে। এবং এই মোডে আপনি ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারেন।

এখন আপনি বলতে পারেন ইন্টারনেট ছাড়া কি ওয়েবসাইটে ভিজিট করা যেতে পারে?

হ্যাঁ অবশ্যই আপনি কোনো রকম ইন্টারনেট ছাড়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই সুযোগ করে দিচ্ছে ফেসবুক বা Meta কর্তৃক তৈরি Discover App এই App দারা  প্রতিদিন আপনি 15 থেকে 20 MB  মতো ফ্রি  ইন্টারনেট পেয়ে যাবেন প্রত্যেক দিনের জন্য তারপর সেই ইন্টারনেট দিয়ে আপনি Discover App ব্যবহার করে ইন্টারনেটে যেকোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারেন 







এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

What is BO account in Stock Marker? শেয়ার বাজারে BO একাউন্ট কি?

শেয়ার বাজার সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী আর এ জন্য শেয়ার বাজারের BO একাউন্ট কী এ সম্পর্কে বলা হবে এই পোস্টে। BO Account এর ফুল ফর্ম হলো Beneficiary Owner Account। আপনার সাধারণ বা ব্যবসায়ীক কারণে অর্থ লেনদেন করতে যেমন ব্যংক একাউন্ট এর প্রয়োজন হয় ঠিক তেমনি শেয়ার বাজারে শেয়ার লেনদেন বা ক্রয়-বিক্রয় করতে BO একাউন্টের দরকার হয়। আপনি যখন কোনো শেয়ার ক্রয় করেন সেই শেয়ার আপনার BO একাউন্টে জমা হয়। আবার যখন আপনি শেয়ার বিক্রয় করেন তখন আপনার বিক্রয় করা  শেয়ারের টাকা আপনার BO একাউন্টে জমা হয়।  একটি BO একাউন্ট খুলতে হলে প্রথমে একটি ব্যংক একাউন্ট থাকতে হয় । BO একাউন্ট এবং ব্যংক একাউন্ট একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং আপনার BO একাউন্টের সাথে সংযুক্ত থাকা ব্যংক একাউন্টে আপনার স্টকের Devidend পৌঁছে যায়।  এবং একই ভাবে BO একাউন্টে থাকা স্টক বিক্রি করে পাওয়া টাকা আপনার BO একাউন্ট থেকে ব্যংক একাউন্টে নিতে পারেন।

Taptap send কি? What is Taptap Send?

  Taptap send হলো একটি সার্ভিস যা আপনাকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা আনতে সাহায্য করবে এ কারণে একে প্রবাসীদের App ও বলা হয় কারণ এই App টি তৈরি করা হয়েছে মূলত প্রবাসীদের বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর জন্য। Taptap send এর যাত্রা ২০১৮ সালে এটা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এশিয়া এবং আফ্রিকার মতো অঞ্চলগুলোতে টাকা পাঠানো উদ্দেশ্যে । আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে Taptap send ব্যবহার করতে পারেন। কারণ এটি অনেক কম খরচে অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। এবং এর খরচ অনেক কম হওয়ার পাশাপাশি অনেক অল্প সময়ে টাকা পাঠানো যায় Taptap send ব্যবহার করে।

How to check banglalink internet balance? বাংলালিংক সিমে কিভাবে ইন্টারনেট ব্যলেন্স চেক করে?

 বর্তমানে ইন্টারনেট এবং স্মার্টফোনের কল্যাণে ইন্টারনেট এবং সিম ব্যালেন্স সহ যাবতীয় বিষয় মোবাইলে App এর মাধ্যমে চেক করতে পারেন। কিন্তু যারা ফিচার ফোন ব্যবহার করে থাকে তারা সাধারণত কোনো Apps ব্যবহার করতে পারে না। যে কারণে তাদের ফিচার ফোনে বাটন টাইপ করে সমস্ত কিছু চেক করতে হয়। আপনি বাংলালিংকের ইন্টারনেট থেকে করতে পারেন *5000*500* এই কোডটি ব্যবহার করে। এবং বাংলালিংক ব্যলেন্স চেক করতে পারেন*১২৪# কোড দিয়ে। বাংলালিংক সিমে নাম্বার চেক করতে পারেন*৫১১# দিয়ে। বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ চেক করতে*৫০০০# বাংলালিংক এসএমএস এর জন্য*১২১*১৫# বাংলালিংক মিনিট চেক করতে*১১০০# কোড ব্যবহার করতে পারেন। এ সমস্ত কোড ব্যবহার করে আপনি অফলাইনে বাংলালিংক সিমের যাবতীয় বিষয় জানতে পারেন।