Freelancer দের অন্যতম একটি সমস্যা হলো বাহিরের দেশে থেকে নিজের দেশে টাকা আনা বা পেমেন্ট নেওয়া। বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার নিজেদের পেমেন্টের টাকা দেশে আনতে Payoneer ব্যবহার করে থাকে। কিন্তু Payoneer একাউন্ট তৈরি করা অনেক ঝামেলার এবং Payoneer একাউন্ট ভেরিফিকেশন অনেক কষ্টের ব্যাপার। কারণ Payoneer account ভেরিফাইড করতে Payoneer কতৃপক্ষ অনেক ডকুমেন্ট চেয়ে থাকে যা অনেক ঝামেলার ব্যাপার। এই সকল ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন Elevatpay এটা Payoneer এর মতোই একটা সার্ভিস। এখানে একাউন্ট খোলা এবং একাউন্ট ভেরিফিকেশন করার সাথে সাথে একদম বিনামূল্যে একটা US Bank account এবং সেই ব্যংক একাউন্টের অধীনে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড ডেবিট পেয়ে যাবেন যেটা আপনি পৃথিবীর যেকোন জায়গায় ব্যবহার করতে পারেন।
শেয়ার বাজার সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী আর এ জন্য শেয়ার বাজারের BO একাউন্ট কী এ সম্পর্কে বলা হবে এই পোস্টে। BO Account এর ফুল ফর্ম হলো Beneficiary Owner Account। আপনার সাধারণ বা ব্যবসায়ীক কারণে অর্থ লেনদেন করতে যেমন ব্যংক একাউন্ট এর প্রয়োজন হয় ঠিক তেমনি শেয়ার বাজারে শেয়ার লেনদেন বা ক্রয়-বিক্রয় করতে BO একাউন্টের দরকার হয়। আপনি যখন কোনো শেয়ার ক্রয় করেন সেই শেয়ার আপনার BO একাউন্টে জমা হয়। আবার যখন আপনি শেয়ার বিক্রয় করেন তখন আপনার বিক্রয় করা শেয়ারের টাকা আপনার BO একাউন্টে জমা হয়। একটি BO একাউন্ট খুলতে হলে প্রথমে একটি ব্যংক একাউন্ট থাকতে হয় । BO একাউন্ট এবং ব্যংক একাউন্ট একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং আপনার BO একাউন্টের সাথে সংযুক্ত থাকা ব্যংক একাউন্টে আপনার স্টকের Devidend পৌঁছে যায়। এবং একই ভাবে BO একাউন্টে থাকা স্টক বিক্রি করে পাওয়া টাকা আপনার BO একাউন্ট থেকে ব্যংক একাউন্টে নিতে পারেন।
.webp)