পাঠাও বাংলাদেশের অন্যতম প্রযুক্তিগত রাইড শেরিং প্ল্যাট। 2015 সালের মাঝামাঝি সময়ে, হুসেন এম ইলিয়াস এবং শিফাত আদনান পাঠাও শুরু করেন।বর্তমানে পাঠাও এর প্রতিদিন 500 টিরও বেশি ডেলিভারি সম্পন্ন করার ক্ষমতা রয়েছে । একটি তথ্য সুত্রে জানা যায় Pathao 2021 সাল নাগাদ, পাঠাও 300,000+ ড্রাইভারের সাথে স্কেল করেছে এবং 8 মিলিয়ন+ ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে। বর্তমান এ Pathao app টি download করা হয়েছে এক কোটি বার Google Play Store থেকে । বর্তমান এ পাঠাও দেশের বাহিরেও ব্যবসা করছে ।
শেয়ার বাজার সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী আর এ জন্য শেয়ার বাজারের BO একাউন্ট কী এ সম্পর্কে বলা হবে এই পোস্টে। BO Account এর ফুল ফর্ম হলো Beneficiary Owner Account। আপনার সাধারণ বা ব্যবসায়ীক কারণে অর্থ লেনদেন করতে যেমন ব্যংক একাউন্ট এর প্রয়োজন হয় ঠিক তেমনি শেয়ার বাজারে শেয়ার লেনদেন বা ক্রয়-বিক্রয় করতে BO একাউন্টের দরকার হয়। আপনি যখন কোনো শেয়ার ক্রয় করেন সেই শেয়ার আপনার BO একাউন্টে জমা হয়। আবার যখন আপনি শেয়ার বিক্রয় করেন তখন আপনার বিক্রয় করা শেয়ারের টাকা আপনার BO একাউন্টে জমা হয়। একটি BO একাউন্ট খুলতে হলে প্রথমে একটি ব্যংক একাউন্ট থাকতে হয় । BO একাউন্ট এবং ব্যংক একাউন্ট একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং আপনার BO একাউন্টের সাথে সংযুক্ত থাকা ব্যংক একাউন্টে আপনার স্টকের Devidend পৌঁছে যায়। এবং একই ভাবে BO একাউন্টে থাকা স্টক বিক্রি করে পাওয়া টাকা আপনার BO একাউন্ট থেকে ব্যংক একাউন্টে নিতে পারেন।
