সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ IDLC Finance এর শেয়ার এর দাম কমার কারণ জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে IDLC কে।
জবাবে কোম্পানিটি জানিয়েছে কোন কারণ ছাড়াই আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার এর দাম কমেছে ।
সংবাদ মাধ্যম থেকে জানা যায় গত বুধবার ডিএসই এ তথ্য জানিয়েছে।
গত 22 জানুয়ারি 2024 পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার এর মুল্য ছিল 46.50 টাকা কিন্তু বর্তমানে 13 জুন 2024 প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য দাঁড়িয়েছে মাত্র 27.20 টাকা।
ছয় মাসের মতো সময়ের মধ্যে শেয়ার এর দাম কমেছে
19.30 টাকা যা অনেক বেশি।
বর্তমান সময়ে দেশের স্টক মার্কেট এ সকল কম্পানি গুলোর অবস্থা এমনই। স্টক মার্কেট এ বিনিয়োগ করে পথে বসেছে বিনিয়োগকারীরা।
