আমাদের মধ্যে অনেকের ইচ্ছা থাকে একটা ভিসা বা মাস্টার কার্ড এর কিন্তু এ সকল কার্ড এর জন্য প্রয়োজন একটি ব্যংক একাউন্ট আর যেটা সকলের কাছে থাকে না । আর সকলে ব্যংক একাউন্ট খুলতেও চান না নানা ঝামেলার কারণে। এ সকল ঝামেলা থেকে মুক্তি দিতে উপায় নিয়ে এসেছে প্রথম MFS Co Branded Prepaid card । ডুয়েল কারেন্সি এই কার্ড টি দিয়ে আপনি দেশের বাইরে লেনদেন করতে পারবেন এবং পৃথিবীর সকল ই কমার্স প্লাটফর্ম এ পেমেন্ট করা সহ সকল কাজ করতে পারবেন।
শেয়ার বাজার সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী আর এ জন্য শেয়ার বাজারের BO একাউন্ট কী এ সম্পর্কে বলা হবে এই পোস্টে। BO Account এর ফুল ফর্ম হলো Beneficiary Owner Account। আপনার সাধারণ বা ব্যবসায়ীক কারণে অর্থ লেনদেন করতে যেমন ব্যংক একাউন্ট এর প্রয়োজন হয় ঠিক তেমনি শেয়ার বাজারে শেয়ার লেনদেন বা ক্রয়-বিক্রয় করতে BO একাউন্টের দরকার হয়। আপনি যখন কোনো শেয়ার ক্রয় করেন সেই শেয়ার আপনার BO একাউন্টে জমা হয়। আবার যখন আপনি শেয়ার বিক্রয় করেন তখন আপনার বিক্রয় করা শেয়ারের টাকা আপনার BO একাউন্টে জমা হয়। একটি BO একাউন্ট খুলতে হলে প্রথমে একটি ব্যংক একাউন্ট থাকতে হয় । BO একাউন্ট এবং ব্যংক একাউন্ট একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং আপনার BO একাউন্টের সাথে সংযুক্ত থাকা ব্যংক একাউন্টে আপনার স্টকের Devidend পৌঁছে যায়। এবং একই ভাবে BO একাউন্টে থাকা স্টক বিক্রি করে পাওয়া টাকা আপনার BO একাউন্ট থেকে ব্যংক একাউন্টে নিতে পারেন।
